উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদর উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বন্দরনগরীর ১৬টি কেন্দ্রে সকাল ৯টায় এক যোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর সকাল ১০টায় পরীক্ষা শেষ হয়।
এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, প্রধান উপদেষ্টা খালেদ মোঃ সাইফুল্লাহ, আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব হোসাইন আজমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
পরিদর্শন শেষে অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী জানান, নগরীর প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত দশ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগীতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৭ সাল থেকে চট্টগ্রাম শহরের স্কুলগুলোর মেধাবী ছাত্রদের মাঝে বৃত্তি পরীক্ষা নিয়ে আসছে। বৃত্তি প্রকল্প ছাড়াও সংগঠনটি স্বাস্থ্য, ক্রীড়া, দরিদ্র তহবিল, কম্পিউটার শিক্ষা, ভাষা শিক্ষা ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে।













