চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, চট্টগ্রাম নগরীর নিকটতম উপজেলা বোয়ালখালী। কালুরঘাট ব্রিজটি হয়ে গেলে দুইপাড়ের মধ্যে পার্থক্য থাকবে না।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ স্বাধীনতা সম্মেলন কক্ষের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমার ব্যক্তিগত যতটুকু সার্মথ্য আছে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে কালুরঘাট ব্রিজের জন্য। চট্টগ্রামে আমার এক নম্বর এজেন্ডা হচ্ছে কালুরঘাট ব্রিজ।
এর আগে উপজেলা পরিষদে নব নির্মিত শেখ রাসেল সুইমিংপুল উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপজেলা পর্যায়ে সুইমিংপুল ও শিশু পার্ক এক দারুণ ব্যাপার। যেটি বোয়ালখালীতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ করেছেন। এর মধ্য দিয়ে আগামী তরুণ প্রজন্ম স্মার্ট হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, প্রতিবছর শুধুমাত্র সাঁতার না জানার ফলে দেশে পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যুর ঘটনা বাড়ছে। এই সুইমিংপুলে শিশুরা সাঁতার শিখে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।
এরপর তিনি পরিষদের নির্মাণাধীন শিশু পার্ক ঘুরে দেখেন এবং নবনির্মিত স্বাধীনতা কনফারেন্স কক্ষের উদ্বোধন করে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
এছাড়া বোয়ালখালী পৌরসভার অর্থায়নে আরকান সড়কে স্থাপিত সড়ক বাতির উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো.এমরান, সাংবাদিক সিরাজুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আছহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, শামসুল আলম ও হামিদুল হক মান্নান।












