৪ নভেম্বর ২০২৫

হরতাল প্রভাব ফেলেনি বঙ্গবন্ধু টানেলে

সারাদেশে বিএনপি জামায়াতের হরতাল শুরু হলেও স্বাভাবিক রয়েছে সদ্য উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু টানেলে যান চলাচল। রোববার ভোর ৬ টা থেকে যথাসময়ে টানেলে যানচলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুরী।

সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় ১২১টি ছোট-বড় গাড়ি টানেল ব্যবহার করেছে। পতেঙ্গা প্রান্তে ভোর ছয়টার দিকে টোল দেন দুলাল সিকদার। প্রথম যাত্রীবাহী বাস হিসেবে টোল দেয় বিডি বাস লাভার গ্রুপের একটি বাস। আনোয়ারা প্রান্তে ভোর ছয়টায় প্রথম যাত্রী হিসেবে টোল দেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা। এরপর টোল দেন সাতকানিয়ার চালক শফিক আলম।

এর আগে শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রী গাড়িবহর টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে রওনা দেয়। বেলা ১২টা ১ মিনিটে প্রথম ব্যক্তি হিসেবে টানেলে টোল দেন প্রধানমন্ত্রী। তার কাছ থেকে টোল গ্রহণ করেন ঝুমুর আক্তার এক নারী। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি।

এদিকে বঙ্গবন্ধু টানেল ছাড়াও চলমান হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম নগরী জুড়েও। সকালে থেকে চোখে পড়েনি বিএনপি নেতাকর্মীদের অবস্থান।

আরও পড়ুন