বিএনপির ডাকা টানা তিন দিন অবরোধের শেষ দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার লিচু বাগান এলাকায় ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা জড়ো হয়ে পার্ক করে রাখা একটি বাসে আগুন ও দুটি বাস ভাঙচুর করেছে। গাড়ির পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা হবে।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘লিচুবাগান থেকে চট্টগ্রাম শহরে চলাচলকারী এবি ট্রাভেলসের কিছু বাস লিচু বাগান স্টেশনে পার্ক করা ছিল। উচ্ছৃঙ্খল জনতা ভোরে এসে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও দুটি বাস ভাঙচুর করেছে তারা।
এর আগে বুধবার ভোরে একই একই ইউনিয়নে দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।
 
				












