৩১ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ড

সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

সড়ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট লিংক রোড এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) ভোর ৭টার দিকে ফৌজদার হাট লিংক রোডের বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার চান্দুলা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মনির (৫০) ও বগুড়া জেলার শাহজাহানপুর থানা গুইর শাহরুল গ্রামের দিলদার এর পুত্র জিয়াউর (৪০)। এছাড়া আহত সিএনজি চালক শহীদুল ইসলাম (৩২) সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের আবুল কাশেমের পুত্র।

স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশা দু’জন যাত্রী নিয়ে বায়েজিদের দিকে যাচ্ছিলো। এসময় বায়েজিদ থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সিএনজিতে থাকা তিনজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে সেখান থেকে বিষয়টি সীতাকুণ্ড থানায় অবগত করা হয়।এরপর ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেন। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন