চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র-১ ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী “হাবা-আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেম” এর আমন্ত্রণে ফিনল্যান্ড গেলে আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।
সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার ফ্লাইটে মেয়র রেজাউল করিম চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিনল্যান্ডের তুর্কু শহরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাবা কোম্পানির তৈরি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করবেন রেজাউল করিম। ফিনল্যান্ড সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব আবুল হাশেম।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ফিনল্যান্ডে অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন আবদুস সবুর লিটন। এর আগেও চলতি বছরের জানুয়ারী মাসে ১ নং এ প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। এছাড়াও গত বছরের ফেব্রুয়ারী মাসেও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন এ কাউন্সিলর।













