৩১ অক্টোবর ২০২৫

টানেলের টোলবক্স এলাকায় উল্টে গেলো বাস, নিহত ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল টোল বক্স এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় বাসটির বেশ ক’জন যাত্রী আহত হন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন সাতকানিয়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন