৩১ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে চোলাই মদসহ ডজন মামলার আসামি গ্রেফতার

বোয়ালখালীতে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইসহ এক ডজন মামলার আসামী মো. দেলোয়ার হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।

দেলোয়ার উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহাম্মদ নবীর ছেলে।

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসা সঙ্গীয় ফোর্স নিয়ে করলডেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। মধ্যম করলডেঙ্গা তৈয়বিয়া মহল্লার উত্তর পার্শ্বে গুচ্ছ গ্রামের পাকা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি সবুজ রঙয়ের সিএনজি টেক্সি ( চট্টগ্রাম-থ-১৪-৫৪০৫) জব্দ করা হয় হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, বোয়ালখালী থানায় দেলোয়ারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি, ১টি ডাকাতি, অস্ত্র আইনে ১টি ও মারামারির ২টি মামলা রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া গেছে।

আরও পড়ুন