৩১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের দৃষ্টিনন্দন সড়ক ফৌজদারহাট লিংক রোড

চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড আকর্ষণ কাড়ছে ভ্রমণ পিপাসুদের। মূলত ঢাকা থেকে চট্টগ্রামের যাতায়াত দূরত্ব কমাতে সড়কটি করা হলেও বর্তমানে তা নৈসর্গিক সৌন্দর্য উপভোগের একটি প্রাকৃতিক স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। পাহাড়ের বুক চিরে দৃষ্টিনন্দন এই সড়কে নানা বয়সীদের সময় কাটাতে দেখা যায়। এছাড়া লিংক রোড সড়কের দুই পাশে সবুজ গাছগাছালিতে ভরা দৃশ্য ভিন্ন এক মাত্রা যোগ করেছে। এই সড়কটি সৌন্দর্য উপভোগের পাশাপাশি চট্টগ্রাম শহরে আসা দূর পাল্লার বাসের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মায়াবী এই সড়কের সৌন্দর্য অবলোকন করতে দূর দুরান্ত থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন। এটি বর্তমানে শিশু কিশোররা বিনোদনের স্পট হিসেবে ব্যবহার করছে। ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কের দৈর্ঘ্য ৬ কিলোমিটার এবং এটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে আর শেষ হয়েছে পূর্ব প্রান্ত শেরশাহ এলাকায়। দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এই সড়কটি বর্ষা মৌসুমে বন্ধ রাখা হয়। কেননা ওই সময় পাহাড় ধসে যে কোন ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে দর্শনার্থীরা।

এই সড়কে ছোট বড় মিলিয়ে ১৮ টি পাহাড় রয়েছে এরমধ্যে পাঁচ ছয়টি পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ। তবে সারি সারি উঁচু নিচু পাহাড়,লেক ও ছড়ার মেলবন্ধনে বৈচিত্র্যময় সৌন্দর্য ফুটে ওঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে অপরুপ সৌন্দর্যের এই পাহাড়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিত সড়কে এই খাড়া পাহাড়ে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মত। এখানে কেউ আসে মোটর সাইকেল নিয়ে কেউবা আবার নিজস্ব প্রাইভেট কারে এসে ক্লান্তিকর পরিস্থিতির অবসান ঘটান।

পর্যটকরা জানান, খাড়া পাহাড় আর সবুজের সমারোহ আমাদের মনে প্রশান্তি বয়ে আনে।অবসর সময়ে একাকী কিংবা পরিবার নিয়ে আমরা ঘুরতে আসি।ফৌজদার-বায়েজিদ লিংক রোড চট্টগ্রামের অন্যতম একটি প্রাকৃতিক স্থান।

আরও পড়ুন