আর্জেন্টাইন ফুটবলার হলেও আলেহান্দ্রো গার্নাচো নিজের আদর্শ হিসেবে মানেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গতকাল প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে যেন পর্তুগীজ মহাতারকার অনুকরণেই দুর্দান্ত এক গোল করলেন এই ম্যানইউ তারকা। তার এমন গোলে প্রতিপক্ষের সমর্থকরা হয়ে পড়েছিলেন স্তব্ধ। এদিকে এমন গোলের পর সিআরসেভেনের অনুকরণেই ‘সিউ’ উদযাপনও করেছেন গার্নাচো। চোখ ধাঁধানো এমন গোলের পর ম্যানইউ ম্যাচটি জিতেছে ৩-০ ব্যবধানে।
এভারটনের মাঠে খেলতে নেমে এদিন শুরু থেকেই সতর্ক হয়েই খেলছিল ম্যানইউ। ওদিকে ঘরের মাঠে এভারটনও দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তিন মিনিটের মাথায়ই গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে ভিভা গার্নাচো স্লোগানে।
ম্যাচের তিন মিনিটের মাথায় দিয়েগো দালতের ক্রসে বাল পেয়ে যান গার্নাচো। আর দুর্দান্ত এক ওভারহেড কিকে তিনি বল পাঠিয়ে দেন এভারটনের গোলপোস্টে। আররেজন্টাইন তারকার এমন গোলের সঙ্গে সমর্থকরা মিল খুঁজে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে ওভারহেড কিকে করা রোনালদোর সেই বিখ্যাত গোলেরও। অনেকে আবার সাবেক ম্যানইউ কিংবদন্তি ওয়েইন রুনির ওভারহেড কিক গোলের সাথেও তুলনা করছেন।
তবে এমন দুর্দান্ত এক গোলের পর গার্নাচো উদযাপন করেছেন নিজের আদর্শের অনুকরণেই। গোলের পর দর্শকদের দিকে গিয়ে রোনালদোর টড়েড মার্ক সিউ উদযাপন করেন এই আর্জেন্টাইন ফুটবলার। এদিকে শুরুতেই পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে মরিয়া হয়েই চেষ্টা করে এভারটন। ৯ মিনিটের মাথায় গোল করা একটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি।
দুর্দান্ত আক্রমণে দুই দলই বিরতির আগে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানইউ। এদিকে বিরতি থেকে ফেরার পর ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় রেড ডেভিলরা। আর দারুণ এক স্পট কিকে লক্ষ্যভেদ করে তখন ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর এভারটন আর ম্যাচে ফিরতে পারেনি। ৭৫ মিনিটের সময় তৃতীয় গোলটি হজম করে তারা। ফলে ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এরিক টেন হাগের দলের বিপক্ষে বড় এক হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এদিকে ৩-০ গোলের এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এখন প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ৬ নম্বরে ওঠে এসেছে ম্যানইউ।













