দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন্ন নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের মাঝে তিনটি আসনে পুরোনোতে আস্থা রেখেছে দলীয় হাইকমান্ড। তবে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের কপাল পুড়েছে। বিএনপির স্থানীয় সাংসদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাথে টেক্কা দিতে পারার মতো একমাত্র প্রার্থী হলেও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের উপর আস্থা রাখতে পারেনি দল।
তার আসনে (চকরিয়া-পেকুয়া) মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদকে। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও জয়ের মুখ দেখেননি।
দলের নেতাকর্মীদের দাবি, গেল পাঁচ বছর বর্তমান সাংসদ জাফর আলমের সাথে জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দুরত্ব তৈরি হয়। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন নিজস্ব গ্রুপ। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। এছাড়া দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং অপরাধীদের আশ্রয় দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অপরদিকে, গা-বাঁচিয়ে কাজ করায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে ফের মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। নৌকার মাঝি হওয়া আশেক উল্লাহ রফিক দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এবারসহ তিনি একটানা ৩ বার কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। তিনি সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম এডভোকেট রফিক উল্লাহ’র ছেলে।
কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবারসহ তিনি একটানা ৪ বার কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। সাইমুম সরওয়ার কমল সাবেক সংসদ সদস্য, রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা মরহুম ওসমান সরওয়ার সরওয়ার আলম চৌধুরীর ছেলে।
বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদি কিংবা বদির ছেলে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। পেয়েছেন বদির স্ত্রী শাহীন আক্তার। এবার বদি নিজেই নির্বাচনী বহরে যুক্ত হতে চেয়েছিলেন। নৌকার মাঝি হওয়া শাহিনা আক্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবারসহ তিনি একটানা দুইবার কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। শাহিনা আক্তার একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র সহধর্মিণী এবং উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরীর কন্যা।
কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমলের জনসম্পৃক্ততা থাকলেও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের শাহিনা আক্তার বদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত পাঁচ বছরে তাকে কেউ কাছে পায়নি। তার কাজ করেছেন স্বামী সাবেক সাংসদ আবদুর রহমান বদি।













