চট্টগ্রাম ৯ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের কার্যালয়ে দোয়া চাইতে গেলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় নাছির ও নওফেল একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলি করছেন।
বুধবার (২৯ নভেম্বর) নাছিরের কার্যালয়ে সাক্ষাত করতে গেলে চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে নৌকার প্রতিকের প্রার্থী নওফেলকে জয়ী করতে সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন আ জ ম নাছির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক ও নগর আওয়ামীলীগ নেতা মো. ইছা।