৩১ অক্টোবর ২০২৫

কক্সবাজারের ৪ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (বৃহস্পতিবার) কক্সবাজারের ৪টি আসনে ৩৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ৩৫ প্রার্থী মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৪ জন। অপর ১১জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও সেখানে বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ আওয়ামী লীগের ৫ জন নেতা রয়েছেন।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাপ্ত তালিকায় এসব তথ্য পাওয়া গেছে।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। ঘোষিত তফশিল মতে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন পত্র দাখিলকারিদের মধ্যে কক্সবাজার ১ আসনে ১৩ জন, ২ আসনে ৭ জন, ৩ আসনে ৬ জন এবং ৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছে।

কক্সবাজার ১
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ১৩ জনের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। যেখানে রয়েছেন আওয়ামীলীগের সালাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ও আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এএইচ সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা।

অপর ৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩ জন আওয়ামীলীগের নেতা। এরা হলেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, এমপি জাফরের ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, আওয়ামীলীগের সাবেক নেতা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। পর ৩ প্রার্থী হলেন, শফিকুল ইসলাম, কমর উদ্দীন ও শাহ নেওয়াজ চৌধুরী।

কক্সবাজার-২
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৭জনই দলীয় মনোনীত প্রার্থী। এতে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)র মোহাম্মদ খাইরুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএমএ)র মোহাম্মদ শরীফ বাদশা।

কক্সবাজার ৩
কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও-রামু) আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৬ জনের মধ্যে দলীয় মনোনীত প্রার্থী ৫ জন। যেখানে রয়েছেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিম। এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ।

কক্সবাজার-৪
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৯ জনের মধ্যে দলীয় মনোনীত প্রার্থী ৫ জন। এরা হলেন, আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার , ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. ইসমাইল।

এই আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২ জন আওয়ামীলীগের। এরা হলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর। অপর স্বতন্ত্র প্রার্থী মো. ইসহাক। তিনি আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে দায়ের করা মামলার বাদি। আসনটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার সাবেক সংসদ সদস্য বদির স্ত্রী।

আরও পড়ুন