২৮ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ গোলাম নওশের ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে মনোনয়ন পত্রের সঙ্গে নিজ নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু মনোনয়ন ফরম বাতিল হওয়া প্রার্থীদের জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, ‌‘ভোটারের স্বাক্ষরে সমস্যা থাকার কারণে কারণে ফটিকছড়িতে ৩ জন এমপি প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

আরও পড়ুন