বঙ্গবন্ধু টানেল আনোয়ারা প্রান্তের প্রবেশ মুখে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মারামারি ও শোডাউন পাল্টা শোডাউনের মুখে অভিযান চালিয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিনের তেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল মোমিন বলেন, বঙ্গবন্ধু টানেলের প্রবেশ মুখে অস্থায়ী টং দোকান বসিয়ে এবং সড়কের উপর বাসের অবৈধ স্টেশন করে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া অবৈধ বাস স্টেশন সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি টানেলের প্রবেশমুখে দোকান বসায় তাহলে প্রশাসনকে বলেছি কোনো ছাড় না দিতে। আমিও আগেও সবাইকে সতর্ক করেছিলাম। আজকের উচ্ছেদ অভিযানের পর যদি কেউ পুনরায় বসে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর থেকে সড়কের পাশে অধিগ্রহণকৃত জায়গায় বিভিন্ন প্রকারের টং দোকান নির্মাণের হিড়িক পড়ে। এসব দোকান বসানো নিয়ে টাকার খেলায় মেতে উঠে কিছু লোক। মোটা অংকের টাকা নিয়ে একেকটি দোকান বসানোর অভিযোগ উঠেছে এসব লোকজনের বিরুদ্ধে। এছাড়া বঙ্গবন্ধু টানেল আনোয়ারা টু পতেঙ্গা চলাচলকারী বাস, কার, হাইয়েস থেকেও প্রতি ট্রিপে ১০০ টাকা করে আদায় করছে কথিত মালিক ও শ্রমিক সংগঠণের নেতাকর্মীরা। ফলে এসব উত্তোলিত টাকার ভাগাভাগি এবং নিয়ন্ত্রণ নিয়ে শোডাউন পাল্টা শোডাউন দেয় কয়েকটি পক্ষ।













