৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ৩ ছিনতাইকারী আটক

আন্দরকিল্লা মোড়ে নারী যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত ১টি ব্যাগ ও ব্যাগে থাকা ৭টি পাসপোর্ট, এনআইডি স্মার্ট কার্ডসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— কুমিল্লা জেলার মুরাদনগর থানার দামগড় গ্রামের জুনায়েদ মাস্টার বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো: রাসেল (২৭), একই থানার ঘোড়াশাল গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালেকের ছেলে মো: শরীফ(২৮) ও বুরাত চর গ্রামের কালামের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো: সুমন(২৫)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক বলেন, নগরীর কোতয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড়ে রেডক্রিসেন্ট হাসপাতালের গলির মুখে পাকা রাস্তার উপর নারী যাত্রীকে থামিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করলে বাকলিয়া থানাধীন নয়া মসজিদ ও চান্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীচক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় আটককৃতদের দেওয়া তথ্যমতে চান্দগাঁও থানাধীন খাঁজা রোড এলাকা থেকে ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটককৃতরা সিএনজি গাড়ীর পেছনের ত্রিপল কেটে গাড়ীর পেছনে রাখা একটি কালো রংয়ের কাঁধের ব্যাগ, দুটি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করার কথা স্বীকার করেছে।

আসামীদের আটকের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এস এম ওবায়দুল হক।

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ