২৩ অক্টোবর ২০২৫

পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের ‘অল্প কথায় গল্প’র প্রদর্শনী

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনোদনমূলক ম্যাগাজিন প্রদর্শনী ও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ডিসেম্বর) বিভাগের ২২ ও ২৩ তম ব্যাচের ম্যাগাজিন এডিটিং এন্ড ডিসপ্লে কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক তাসলিমা আক্তার ইরিনের তত্ত্বাবধানে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

২২তম ব্যাচের শিক্ষার্থী ইনামুল হাসানের সঞ্চালনায় ‘অল্প কথায় গল্প’ শিরোনামে ম্যাগাজিনের উদ্বোধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি জুয়েল দাশ।

জুয়েল দাশ তার বক্তব্য বলেন, এ ধরনের ম্যাগাজিন তৈরির ক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানের আরো প্রসার ঘটবে। এখন শিক্ষার্থীরা যত ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবে ততই এগিয়ে যাবে। আমি আশা করছি, আগামীতে এর চেয়ে আরো ভালো ভালো ম্যাগাজিন শিক্ষার্থীরা তৈরি করতে পারবে।

অল্প কথায় গল্প শিরোনামের পাঁচমিশালি বিনোদন ম্যাগাজিনটিতে বিভাগের ২২ ও ২৩ তম ব্যাচের ৯ জন শিক্ষার্থীর কবিতা, গল্পসহ বিভিন্ন ধরনের ৯টি মৌলিক লেখা প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ও কোর্স শিক্ষক তাসলিমা আক্তার ইরিন সমাপনী বক্তব্য বলেন, এই ম্যাগাজিনটি ২২ ও ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের মৌলিক লেখা দিয়ে তৈরি করা হয়েছে যা কোর্সের এসাইনমেন্টের অংশ ছিল।

আমাদের হাতে কম সময় ছিল, অল্প সময়ে আমাদের ম্যাগাজিনের নাম বাছাই, কি ধরনের কনটেন্ট হবে, এছাড়া সম্পাদনার বড় একটি কাজ ছিল। শিক্ষার্থীরা এগুলো হাতে কলমে করেছে।শিক্ষার্থীরা এই ম্যাগাজিন বানাতে গিয়ে একাডেমিক কাজের বাইরেও জ্ঞান অর্জন করতে পেরেছে এবং উপভোগ করেছে।

ম্যাগাজিন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল ও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

আরও পড়ুন