বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি বাসা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪জুন) বিকেলে বায়েজিদ বোস্তামী থানাধীন চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্নহত্যা করেছেন সে বিষয়ে কোনো কিছুই জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নিহত কবিতা রানীর (২২) স্বামী মিঠুন পুরীও একজন পুলিশ কনস্টেবল। ওরা দুজনেই চট্টগ্রাম ব্যাটালিয়ন পুলিশ লাইনে কর্মরত আছেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের ২য় তলা থেকে এক নারী পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা জানা যাবে।
বাংলাধারা/এফএস/এমআর













