৪ নভেম্বর ২০২৫

টেকনাফে সালিশি বৈঠকে ‌‘ভাইয়ের হাতে ভাই’ খুন

কক্সবাজারের টেকনাফে হাঁটা-চলার রাস্তার বিরোধের জেরে সালিশি বৈঠকে জেঠাতো ভাইয়ের ছুঁড়া ইটে খুন হয়েছেন চাচাতো ভাই। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া ভিকটিমের বসতঘরের উঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই নুরুল ইসলাম।

নিহত বৃদ্ধ আব্দুস সালাম (৭০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হোসেন আলীর ছেলে।

নিহতের ছোট ভাই নুরুল ইসলাম বলেন, বাড়িপাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই আব্দুস সালাম ও আমার জেঠাতো ভাই আব্দুস শুক্কুরের মাঝে হাটা-চলার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তি’র লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শনিবার সকাল সাড়ে ৮টায় আমার ভাইয়ের (নিহত আবদু সালাম) বাড়ির উঠানে একটি সালিশ বৈঠক করা হয়। এসময় আব্দুস শুক্কুর, তার ছেলে আব্দুল্লাহসহ কয়েজন মিলে সালিশ চলাকালীন সময় ইট ছুঁড়ে মারে।

তিনি আরো জানান, একপর্যায়ে আব্দুস সালামের মাথায় একটি ইট পড়লে তিনি ঘটনাস্থলে ঢলে পড়েন।পরবর্তীতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যায় অভিযুক্তরা ঘটনার পর পরই পলাতক থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি বলেন, হাটা-চলার রাস্তা নিয়ে বিরোধের জেরে নয়াপাড়ায় একটি হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া হলছে। হত্যায় অভিযুক্তরা ঘটনার পর পরই পলাতক। তাদের আটকে অভিযান চলছে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ