৪ নভেম্বর ২০২৫

ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব-কর্ণফুলীতে অতিরিক্ত সচিব

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ডিসেম্বর) সকালে কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কর্ণফুলী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কর্ণফুলী শাখা আয়োজিত উক্ত অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ), এস এম আশরাফুল ইসলাম।

এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-০২ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) পীযূষ কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা এম, এন ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও কমকর্তা, ছাত্রছাত্রসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বলেন,সরকারী দপ্তর গুলোতে দুর্নীতি দমন ঠেকাতে সরকার কাজ করে যাচ্ছেন, তবে আমরা নিজেরাই যদি পরিবর্তন না হয়, তাহলে দুর্নীতি কখনো কমবে না, তাই আমাদের সকলের উচিৎ নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ করা।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে দুর্নীতি দমন প্রতিরোধ দিবস-২০২৩ উদযাপন করা হয় এবং উপস্থিত ছাত্রছাত্রী সহ সকল কমকর্তা কর্মচারীদের নিয়ে ৱ্যালী করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ