২৭ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং পূর্ব কালুরঘাট এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী।

তিনি বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ