চট্টগ্রামে শুক্রবার শুরু হতে যাচ্ছে মিডিয়া ক্রিকেট ফেস্ট সিজন ২। মিডিয়াকর্মী, কনটেন্ট ক্রিয়েটর, মিউজিসিয়ান, নৃত্যু-ফ্যাশন ও মডেলিংদের অংশ গ্রহণে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৮টি দল।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিয়া মাঠে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। ‘ইএসআই গ্লোবাল সলিউশন’ এই টুর্নামেন্টের আয়োজন করে।
আয়োজিত এই টুর্নামেন্টে প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুইজন মেয়ে খেলোয়াড় থাকবে। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেছে। প্রতিটি দলে একজন ওনার রয়েছে। ৮ ওভার করে ডে-নাইট খেলা চলবে বলে জানা গেছে।
চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টঅংশ নেওয়া দলগুলো হলো-মঞ্জুরুল হকের বীর চট্টলা রাইডার (ক্যাপ্টেন ফাহিম), ফরহাদ হাসানের ক্লাউড ওয়ান ভাইকিংস (ক্যাপটেন নেওয়াজ হাসান), মিলটন দাস বিজয়ের বাংলা কিংস (ক্যাপটেন উঃস), আলী আকবরের গিফজি নাইট রাইডার্স (ক্যাপটেইন আনিস উল্লাহ), ফেরদৌস শিপনের বাংলাধারা (ক্যাপটেন কামরুজ্জামান রনি) , প্রিয়াঙ্কা চৌধুরীর এইম ফাইটার্স (ক্যাপটেন শোভন), তানভির ইসলাম মামুনের শেফ সিগন্যাচার সুপার কিং (ক্যাপটেন ইকবাল) ও রায়হানের ওয়েসিস চ্যালেঞ্জার (ক্যাপটেন পিরান খান)।
আয়োজক মোহাম্মদ তানভির সোহেল জানান, বর্তমানে যাপিত জীবনে ক্রীড়া বিনোদনের অবিচ্ছেদ্য অংশ। তাই এক মাঠে মিডিয়া ব্যক্তিদের নিয়ে আমাদের চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেষ্ট আয়োজন।
গত বছরও আমরা এই ফেস্টের আয়োজন করেছিলাম। আগমী ১৫ ও ১৬ ডিসেম্বর চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ২য় বারের মতো এই আয়োজিত হবে। মান সম্পন্ন খেলা উপহার দিতে আমরা সব ধরণের প্রস্তুতি শেষ করেছি। প্রত্যেক দল তাদের নিজস্ব লোগো সম্বলিত জার্সি পরে খেলায় অংশ গ্রহণ করবেন।
বীর চট্টলা রাইডারের সত্বাধিকারী মঞ্জুরুল হক বলেন, চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট চমৎকার একটি আয়োজন। গত বছরও আমার আমার টিম ছিলো। এবছরও আছে। তিনি আরও বলেন, এই ধরণের আয়োজন খেলার প্রতি আমাদের আগ্রহ বাড়াতে সাহায্য করবে।













