২৩ অক্টোবর ২০২৫

বাহোপ রাঙ্গুনিয়া শাখার সেমিনার

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাপোপ) রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে শুক্রবার (২২ ডিসেম্বর) বিজ্ঞান সেমিনার পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. অসীম কুমার শীলের সভাপতিত্বে ও ডা. সমীর কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডা. রনজিৎ কুমার বিশ্বাস, প্রধান আলোচক ছিলেন ডা. মোহাম্মদ মুসা, অতিথি ছিলেন অধ্যাপক ডা. পংকজ দাশ, ডা.ঝুন্টু কুমার পাল, সাংবাদিক কাঞ্চন মহাজন।

সেমিনারের বিষয় ছিল পেট্টোলিয়াম। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কনোজ দত্ত। আরও বক্তব্য রাখেন ডা. রানা দত্ত, ডা. শিপ্রা মহাজন, ডা. অজিত কুমার দাশ, ডা. মনোজ দত্ত, ডা. অরুন চক্রবর্তী,কবিরাজ ডা. বিজয় সেন তালুকদার, ডা. মুহাম্মদ শহীদ উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন ডা. প্রদীপ রায়, ডা. সনজিত কুমার দে, ডা. মোহাম্মদ মুছা, কমল দাশ, সুদর্শন বড়ুয়া, ডা. দীপক প্রমুখ।

বক্তারা বলেন, শীতকালীন হোমিও ওষুধ হিসেবে পেট্টোলিয়াম খুবই প্রচলিত। মানুষের চর্মরোগে এই ওষুধ খুবই জনপ্রিয়। রোগীর লক্ষণ যখন দেখা যাবে, হাত ফাটা, পা ফাটা কিংবা পায়ের তালু ফাটা, অথবা শরীরের বিভিন্ন স্থানে দুর্গন্ধযুক্ত থাকে সেক্ষেত্রে পেট্টোলিয়াম অব্যর্থ। চর্মরোগে পেট্টোলিয়াম ছাড়া গ্রাফাইট, সুরিনাম ওষুধও কার্যকর।

শেষে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার শীলের সদ্যপ্রয়াত ভাই ডা. পরিমল কুমার শীলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সংগঠনের উন্নয়ন ও প্রচারে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন