কক্সবাজারের চকরিয়ার গাবতলী বাজারের পাশ থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ২০টি গরু জব্দ করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে গরু বোঝাই ট্রাকও।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাস্টার আলী পাড়ার রাস্তার উপর থেকে ট্রাকসহ গরুগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাস্টার আলী পাড়ার মৃত মাস্টার জহির আহাম্মদের ছেলে মো. ওমর ফারুক (৩০), একই ওয়ার্ডের মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুরের কচুয়া থানার সাতবাড়িয়া জমির মেম্বারের বাড়ির আবুল হোসেনের ছেলে মোশারাফ হোসেন (২৬)।
ওসি আলী জানান, শনিবার তিনটার দিকে খবর আসে চকরিয়ার ফাঁসিয়াখালীর গাবতলী বাজারের ডান পাশে মাস্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর কিছু অবৈধ গরু মিয়ানমার হতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে গিয়ে ২০টি বিভিন্ন রংয়ের গরু ট্রাকে বোঝাইরত অবস্থায় পাওয়া যায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ট্রাক ড্রাইভারসহ গরুচোরাই কারবারিতে লিপ্ত ৩জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকরা গরুগুলো আমদানি ও মালিকানার স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই গরুবোঝাই ট্রাকসহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ওসি বলেন, উদ্ধার ২০টি গরু এবং জব্দ ট্রাক বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর উদ্যোগ চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তথ্য উদঘাটন করা হবে বলে উল্লেখ করেন ওসি।













