৩০ অক্টোবর ২০২৫

ইউপি কার্যালয় ব্যবহার করে প্রচারণা, ফটিকছড়ির ২ চেয়ারম্যান শোকজ

ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১ নং বাগানবাজার ইউনিয়ন এবং ২০ নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকাল ১১টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা করেন। একই দিনে সন্ধ্যা ৭টায় স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব এর প্রচারণা সভা করেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্র জানায়, এই দুই চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ‌‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোন ছাড় দেওয়া হবে না’

আরও পড়ুন