চট্টগ্রাম ১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম এ লতিফের সমর্থনে কর্মী সভার আয়োজন করেছে চট্টগ্রাম নগর যুবলীগ।
রোববার (২৪ ডিসেম্বর) ৪০ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সভাপতিত্বে ও জাহিদ হোসে খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় চসিকের ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের কর্মীদের নিয়ে কাটগড়স্থ কে-স্কোয়ার কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চট্টগ্রাম -১১ আসনের জনপ্রিয় মাননীয় সাংসদ, এম. আবদুল লতিফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হালিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান রাজন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরুল আলম, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমীর আলম, মহানগর যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন খান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেকসহ সম্পাদক, মেহেদী হাসান জুয়েল, যুব সংগঠক আজাহারুল নোমান খান, ৪০ নং ওয়ার্ড যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন, যুবলীগ নেতা মোঃ লোকমান, মোঃ ইসমাইল, মোঃ দিদারুল আলম, ইয়াছিন আরাফাত, কামরুল হাসান সোহেল, মোঃ সাদ্দাম হোসেন, আবদুস সালাম, মোজাহেরুল,মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ হোসেন, মোঃ মনির উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মোস্তফা কামাল, জাসেস, নুর উদ্দিন, শাহ আজিজ, জসিম উদ্দিন চৌধুরী, হালিমা বেগম, মাহবুবা বেগম, মোঃ সুমন প্রমূখ।













