চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১টি অবৈধ করাতকল ধ্বংস করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার রামগড় চা বাগানের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এটি এম কামরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন ভুজপুরস্থ দাঁতমারা ফাঁড়ি পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটি এম কামরুল ইসলাম বলেন, রামগড় চা বাগানে অবস্থিত করাতকলটির কোন বৈধ লাইসেন্স না থাকায় এর অবকাঠামো ধংস করা হয়।
তিনি আরও বলেন, ইতোপূর্বে এ সংক্রান্তে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাগানের ব্যবস্থাপককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













