চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় সম্পত্তির বিরোধ নিয়ে মামাতো ভাইকে খুন করলেন ফুফাতো ভাই। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বৈদ্য পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান বৈদ্য পুকুর গ্রামের মৃত মুজিবুল হকের পুত্র। তিনি স্থানীয় যুবদলের নেতা বলে জানা গেছে। অভিযুক্ত হত্যাকারী একই গ্রামের মৃত আবুল খায়ের’র ছেলে তৌহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল।আজ সন্ধ্যায় বজলুর এর উপর অতর্কিত হামলা চালায় তৌহিদ।অতর্কিত হামলার কারণে বজলুর রহমানের হাতের কব্জি আলাদা হয়ে যায়।এতে শান্ত না হয়ে মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে পরপর দুইটি গুলি করে তৌহিদ।এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে যায়।এরপর গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, সম্পদের বিরোধ ও পুলিশকে তার খবর জানানোর বিষয় নিয়ে সন্দেহ থেকেই বজলুর রহমানকে খুন করেন তৌহিদ।তার নামে সীতাকুণ্ড থানায় ডাকাতি মামলা রয়েছে।













