২৯ অক্টোবর ২০২৫

বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হলো গন্ডামারা ফুটবল একাডেমি

বাফুফে আয়োজিত একাডেমি চ্যাম্পিয়নশীপে ৪-১ গোলে জয়লাভ করেছে বাঁশখালী একমাত্র স্বীকৃত একাডেমি গন্ডামারা ফুটবল একাডেমি।

রোববার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম ফিউচার ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নেমে এ জয় ছিনিয়ে আনে দলটি।

চট্টগ্রাম ফিউচার একাডেমি বনাম গন্ডামারা ফুটবল একাডেমির মধ্যকার এ ম্যাচটিতে বাঁশখালীর বাঁশখালীর হয়ে জোড়া গোল করেন দলটির অধিনায়ক শাখাওয়াত ও সোহান।

এদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিপুল ব্যাবধানে এ জয়লাভ ও ম্যাটে প্রতিটি খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন একাডেমি প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন।

তিনি বলেন, আমাদের ছেলেরা অসাধারণ খেলেছে। এ জয় শুধু গণ্ডামারা ফুটবল একাডেমির নয়, বরং পুরো বাঁশখালীবাসীর অর্জন। আমি আশা করছি তারা ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিবে।

আরও পড়ুন