নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ফটিকছড়িতে প্রার্থীদের প্রচার প্রচারণা জনসংযোগে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে হাটেবাজারে পথপ্রান্তরে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে জোটের প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছোট শাহজাদা সৈয়দ তৈবুল বশর মাইজভাণ্ডারী নির্বাচনী জনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
এ দিন বিকালে তিনি ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে জনসংযোগ চালিয়েছেন। তিনি কর্মীসমর্থকদের নিয়ে হাটের বিভিন্ন অলিতেগলিতে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ফুলের মালা প্রতিকে ভোট চান।
এ সময় আজাদী বাজার ও মোঃ তকির হাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন পরবর্তীতে বলেন,আমি আপনাদের কাছে এসেছি আমার বাবার পক্ষে ভোট চাইতে আসিনি। এসেছি আপনাদের স্বরণ করিয়ে দিতে আমার বাবা ফটিকছড়ির জন্য কতটা কাজ করেছে। গত ১০ বছরে আমার বাবা পাঁচ হাজার কোটি টাকার কাজ করেছে ফটিকছড়িতে। যা আগে কেউ কখনো করতে পারেনি। আমার বাবার বিরুদ্ধে জুতার মিছিল হয়েছিল কিন্তু আমার বাবা কখনো তাদের গালি পর্যন্ত দেয়নি। যারা গালি দিয়েছে তাতের ও কখনো ক্ষতি করেননি। এইটুকু আপনারা মনে রাখলেই হবে।
এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর বিপরীতে নৌকার প্রার্থী ,স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের মোট ৮জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।













