২৬ অক্টোবর ২০২৫

কাট্টলী মহাশ্মশান উন্নয়নে ১০ লাখ টাকা ও ২শ বস্তা সিমেন্ট দিলেন প্যানেল মেয়র লিটন

চট্টগ্রাম নগরীর হালিশহর ও পাহাড়তলী থানার সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র দক্ষিণ কাট্টলী সনাতনী সর্বজনীন মহাশ্মশানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১০ লাখ টাকা অনুদান ও ২০০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কাট্টলি সর্বজনীন মহাশ্মশানের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। এসময় তিনি মহাশ্মশান উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও অনুদানের চেক প্রদান করেন।

মহাশ্মশানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও অনুদানের চেক প্রদানকালে আবদুস সবুর লিটন বলেন, ‘দেশের হিন্দু-মুসলমানদের সম্প্রীতির দিকটি অনেক শক্তিশালী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হিন্দু সম্প্রদায়সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বিরাজ করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। আপনাদের পশে অতীতেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে স্বস্তি বিরাজ করছে। আওয়ামী লীগই একমাত্র অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। এ নির্বাচনে এই কথাগুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশে কে কোন ধর্মাবলম্বী বা কোন সম্প্রদায়ের, সেটি কখনো বিবেচনা করা হয় না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার।’

২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড কান্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘প্যানেল মেয়র লিটন ভাই আমার ওয়ার্ডে এসেছেন, এতে আমরা অনেক খুশি এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমার ওয়ার্ডের এই মহাশ্মশান উন্নয়নে দশ লাখ টাকা অনুদান এবং ২০০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন। তাঁর এই অনুদান আমার ওয়ার্ডবাসী সারাজীবন মনে রাখবে।’

মিলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড কান্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাস, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সদানন্দ ভট্টাচার্য, কাট্টলী সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি সুনীল বরণ দাশ, সাধারণ সম্পাদক অজিত কুমার নাথ, সিনিয়র উপদেষ্টা বাবুল দেবনাথ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা রাধা দেবী টুনটুমুন, বারনি স্নান কমিটির সভাপতি ডাক্তার বিজন কুমার নাথ। এসময় এলাকার মান্যগণ্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন