৩১ অক্টোবর ২০২৫

পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে বর্তমান সরকার ছাড়া কোন বিকল্প নাই- ইউপিডিএফ গণতান্ত্রিক

পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হলে বর্তমান সরকার ছাড়া কোন বিকল্প নাই। এই সরকারের সাথে শান্তিচুক্তি হয়েছিল বলে পাহাড়ে কিছুটা শান্তি ফিরেয়ে এসেছে। আগামীতেও পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে ও শান্তিচুক্তির বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক সংগঠনের নেতারা।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সুয়ালক ইউনিয়নের নৌকার নির্বাচনের প্রচারণায় এসব কথা বলেন সংগঠনের নেতারা।

পরে লামার পাড়া বৌদ্ধ বিহারে প্রাঙ্গণে গ্রামপ্রধান ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় করেন সংগঠনের নেতারা।

সভায় বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীগ সরকারের সাথে শান্তিচুক্তি পর পাহাড়ের মানুষের পরিবর্তন এসেছে। এই আওয়ামীলীগ সরকারের আমলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতি ভোট দেওয়া অনুরোধ জানান বক্তারা।

সবশেষে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নৌকার প্রচারণা পাশাপাশি লিফলেট বিতরন করেন ইউপিডিএফ গনতান্ত্রিক সংগঠনের নেতাকর্মীরা।

সভায় ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, জেলা কমিটির সাধারন সম্পাদক উবামং মারমা, সাংগঠনিক সম্পাদক রামথাং সাং বম (মালেক)সহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন