দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকাল হতে তিনদিন সেন্টমার্টিনে পর্যটকসহ বহিরাগত যাওয়া নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহিসহ সকল ধরণের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাথে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও- এমনটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন।
এডিএম জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ ডিসেম্বর রাত ১২ টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও।
টেকনাফ উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে। ৩১ ডিসেম্বর হতে ইনানীতে নবনির্মিত নৌ-বাহিনীর জেটিঘাট দিয়ে পর্যটকবাহি বিলাসবহুল কর্ণফূলী জাহাজটি পরীক্ষামূলকভাবে সেন্টমার্টিন রওয়ানা হবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারস্থ ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।













