২৯ অক্টোবর ২০২৫

নৌকার হয়ে প্রচারণা, বিএনপি নেতাকে বহিস্কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নেয়ায় উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টার পদ থেকে আরেক নেতাকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা হলেন এম. বদরুদ্দিন মাষ্টার। তাকে বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামী নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাষ্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদ্ষ্টোসহ সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এই বহিস্কারাদেশ অনুমোদন করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিক।

এরআগে, কক্সবাজার-৩ (সদর রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতারা হলেন, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জাফর আলম।

তারা নৌকার প্রার্থী কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার বদির পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়।

আরও পড়ুন