৫ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নামার বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (৩ জানুয়ারি) আনুমানিক ভোর পাঁচটার দিকে উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের নামার বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ২টি মুরগির দোকান, ২টি মুদির দোকান ও একটি রেজিস্ট্রার অফিসসহ মোট ৫ টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষয়তি হয়েছে বলে জানা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল বাংলাধারাকে বলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নামার বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।এতে আগুনে পুড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি ও আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ