আর মাত্র ৩ দিন পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হচ্ছে আগামী ৫ জানুয়ারি। শেষ মূহুর্তের প্রচার-প্রচাণায় মুখরিত হয়ে উঠেছে এলাকার পাড়া মহল্লা।
নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের হিসাব-নিকাশ। সকাল-সন্ধ্যা মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। কেউ কেউ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের যোগ্যতার কথা তুলে ধরে দোয়া-আশীর্বাদ কামনা করে ভোট চাইছেন। আবার কেউ কেউ পথসভা, কর্মীসভা উঠান বৈঠক করে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। একইসাথে বিভিন্ন প্রতিশ্রুতিতে তৈরী করা গান মাইক বাজিয়ে প্রচার করছেন প্রার্থীরা।
এভাবেই জমে উঠেছে চট্টগ্রাম ৮ আসনের (বোয়ালখালী) অংশের নির্বাচনী এলাকা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে এ এলাকার অলি-গলি। মিছিল-সমাবেশ, গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এলাকার যে কোন পারিবারিক, সামাজিক, সাংগঠনিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হচ্ছেন কোন না কোন প্রার্থী।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন দলীয় প্রার্থী। দুই স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম (কেটলি) প্রতীক ও চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী (ফুলকপি), জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়রম্যান মো. সোলায়মান আলম শেঠ (লাঙ্গল) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা আব্দুল নবী (মোমবাতি) প্রতিকে প্রচারণায় এগিয়ে রয়েছেন।
অপরদিকে চট্টগ্রাম ৭ আসনের (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ এমপির পক্ষে প্রচারণায় মাঠ সরগরম রেখেছে কর্মী-সমর্থকেরা।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) আসনে মোট ১৯০ ভোট কেন্দ্রে নারী-পুরুষ ৫,১৫,৫৭৩ জন ভোটার রয়েছে। তন্মধ্যে বোয়ালখালী অংশে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ব্যাতিত এক পৌরসভা ও আট ইউনিয়নে মোট ৭৮টি কেন্দ্রে নারী-পুরুষ ১,৮৯,০৪০ ভোটার রয়েছে। নগর অংশে মোট ১১২ কেন্দ্রে নারী-পুরুষ ৩,২৬, ৫৩৩ জন ভোটার রয়েছে।













