ফটিকছড়িতে মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ফটিকছড়ি পৌরসভায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়ীর মৃত এস এম হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, সকালে নিজ ঘরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিয়ের ৪দিনের মাথায় বিবিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল নিখোঁজ হয়েছিলেন।ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বিবিরহাট বাজারে আসার পথে তিনি নিখোঁজ হন। একদিন পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকা থেকে আহত অবস্থায় তাকে পাওয়া যায়।













