৩০ অক্টোবর ২০২৫

মীরের খীল ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা

হাছান মাহমুদের অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন বাদশা

গত ১৫ বছরে সরফভাটাসহ সারা রাঙ্গুনিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডের কথা এলাকাবাসীকে স্মরণ করে দিয়ে ড. হাছান মাহমুদের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা। দিন-রাত এক করে এলাকায় এলাকায় কর্মীদের নিয়ে গণসংযোগ, মতবিনিময় সভা করে বেড়ান তিনি। সর্বশেষ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ব্ক্তব্য রাখেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সরফভাটা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ আব্দুল করিম ইনা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ আব্দুল করিম, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী।

এলাকাবাসীর উদ্দেশে নিজাম উদ্দিন বাদশা বলেন, ‘প্রিয় নেতা ড. হাছান মাহমুদ তাঁর মেধা, গুণ ও যোগ্যতার মধ্য দিয়ে আজ বাংলাদেশে একজন জাতীয় নেতা হয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তিনি এই মীরের খীলে এসেছেন- সরফভাটার মধ্যে একমাত্র এই মীরের খীলেই জনসভা করেছেন। এটি আপনাদের প্রতি তাঁর ভালোবাসা ও টান। এই মীরের খীলের পাহাড়ি জনপদে সেদিন যে জনসভায় বক্তব্য রেখে গেছেন এটি এই এলাকার প্রতি তাঁর ভালবাসার বহিঃপ্রকাশ।’

এসময় মীরের খীলবাসীর সমস্যার কথা তুলে ধরে বাদশা বলেন, ‘আপনারা যে সমস্যায় আছেন, যে বিষয় নিয়ে আপনাদের মনক্ষুণ্ন- সেই দুঃখ আমরা বুঝি, আপনাদের কষ্টের ভাষা বুঝি। কিন্তু এই সমস্যা সমাধানে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। আপনারা একটু পেছনের তাকালে দেখবেন- এই সমস্যা একদিনের নয়, ২০০১ সালের বিএনপি ক্ষমতায় আসার পর সান্ত্রাসী বাহিনী জুলুম-নির্যাতন চালিয়েছে, পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শান্তি ফিরিয়ে আনে।’

‘আজ আপনারা যে সমস্যায় ভুগছেন, তা কিন্তু মীরের খীলের মানুষ সৃষ্টি করেনি, বাহিরের মানুষই সৃষ্টি করেছে। এটি সমাধানে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।’— বলেন নিজাম উদ্দিন বাদশা।

এলাকাবাসীর প্রতি ড. হাছান মাহমুদের আশ্বাসের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘তাদের (সন্ত্রাসী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন এবং ১৫ দিনের সময় দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন ৭ তারিখ নির্বাচনের পর ব্যবস্থা হবে, ইনশাল্লাহ। এটা আমরা গ্যারান্টি দিচ্ছি।’

নিজাম উদ্দিন বাদশা বলেন, ‘এক সময় এই মীরের খীলকে বিএনপির ভোটব্যাঙ বলা হতো, এটিকে ২০০৮ সালে নির্বাচনে ভুল প্রমাণিত করেছেন এলাকাবাসী এবং ওই নির্বাচনে ৮২ শতাংশ ভোটার আওয়ামী লীগে ভোট দিয়ে প্রমাণ করেছেন এটি আওয়ামী লীগের ভোটব্যাংক। আজকের এই মিটিংও প্রমাণ করে মীরের খীল আওয়ামী লীগের ভোটব্যাংক, মীরের খীলের মাটি- আওয়ামী লীগের ঘাঁটি।’

কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা হাছান মাহমুদকে ভালবাসেন বলেই তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন আজ এই মতবিনয় সভায় সকলে উপস্থিত হয়ে। এই নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জ। আপনাদের প্রতি আমার একটি অনুরোধ- যেহেতু আপনারা অতীতের রেকর্ড ভেঙেছেন, ভোটকেন্দ্রে গিয়ে আমাদের প্রিয় নেতা, আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার এবং ৫ হাজার কোটি টাকার উন্নয়নের মহানায়ক হাছান মাহমুদকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

রাঙ্গুনিয়ায় হাছান মাহমুদের অবদান ও উন্নয়নের কথা স্মরণ করে দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ বদলে গেছে, এটির প্রমাণ আপনারা নিজেরাই, নিজেদের এলাকা, জীবন-যাত্রা। আপনার এলাকার পাহাড়-পর্বত যদি বদলে যায়, তাহলে চিন্তা করুন- সারা বাংলাদেশে কি পরিমাণ বদলে গেছে। এই যে বাংলাদেশ বদলে যাওয়া কিংবা উন্নয়নের যে ধারাবাহিকতা, তা দেখে এখন বিভিন্ন দেশেরও হিংসা হয়।’

‘প্রতিটি এলাকার রাস্তা, ঘাট, ব্রিজ, বিদ্যুৎ উন্নয়নের মাধ্যমে অন্ধকার রাঙ্গুনিয়াকে, অন্ধকার মীরের খীলকে আলোকিত করেছেন ড. হাছান মাহমুদ। সুতরাং আপনারা অতীতের রেকর্ড ভেঙে মা-বোন আত্মীয়-স্বজন নিয়ে সাত তারিখ ভোট দেবেন, হাছান মাহমুদের অবদানের এই হক আদায় করবেন। ভোট প্রদান করা আপনাদের নৈতিক দায়িত্ব। সুতরাং ড. হাছান মাহমুদ যেভাবে উন্নয়ন করেছেন, ভোট দিয়ে এ হক আদায় করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিআইপিরেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সওদাগর, ইউপি সদস্য মোহাম্মদ দিলদার হোসেন এবং ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, সেস্বকবক লীগ, কৃষকলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন