৩০ অক্টোবর ২০২৫

ভোট দিলেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

পরে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এইমাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন।

তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমন্বয়ে কেটে যায়।

ভোটার উপস্থিতি কম কেন— জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি, সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। আমার কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। সেটা করেছি। কে ভোট দিতে আসবেন কি আসবেন না; সহিংসতা হবে কি হবে না সেটা দেখা ইসির কাজ নয়।

এর আগে সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন