৩০ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে ভোট দিলেন নৌকার প্রার্থী এস এম আল মামুন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী-আকবর শাহ আংশিক) আসনে নৌকার প্রার্থী এস এম আল মামুন ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নিজ গ্রাম সলিমপুর ইমামনগর কেন্দ্রে পরিবারের সবাইকে নিয়ে তিনি ভোট প্রদান করেন।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৮৪ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ২১২ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১২৪টি এবং বুথের সংখ্যা ৯৩৯টি।

ভোট প্রদান শেষে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল থেকেই সবাই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে চলে আসছেন।

 

আরও পড়ুন