৩০ অক্টোবর ২০২৫

রামুতে ভোট দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান গাইনপাড়া এলাকার ইট ভাটার পশ্চিম পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আলী আহমদ (৭০) জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা বাগান হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাকালে রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি রেল পুলিশের দায়িত্বে। রেল পুলিশকে নিহতের তথ্যটি জানানো হয়েছে।

আরও পড়ুন