২৫ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে টেম্পো-বাইকের সংঘর্ষে আহত তিন আরোহী

সড়ক

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পোর সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সাড়ে ৫টার দিকে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের হাজীর হাট গোডাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার  মোহাম্মদ ঈসা ছেলে মোহাম্মদ শাকিব (২৪), একই এলাকার মো. ইউছুপের ছেলে মো. সামির (২২) ও রহীম উদ্দিনের ছেলেন মো. সাকিব (২৪)। তারা মোটর সাইকেল আরোহী ছিলেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়ে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা সাদিয়া।

আরও পড়ুন