৫ নভেম্বর ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ

নতুন মন্ত্রিসভায় বয়সে কনিষ্ঠ মন্ত্রী নওফেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তাঁর বয়স ৪১ বছর। হলফনামায় দেওয়া তথ্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘেঁটে মন্ত্রীর বয়সের এই হিসাব বের করা হয়েছে।

মন্ত্রিসভার সর্ব কনিষ্ঠ সদস্য মহিবুল হাসান চৌধুরী এবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত মহিবুল হাসান আওয়ামী লীগের বিদায়ী সরকারে শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

জানা গেছে, সংসদে ৩৫ জন মন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ৪০ থেকে ৪৯ বছর বয়সী সদস্য রয়েছেন ৪ জন। এই ৪ জনের মধ্যে বয়সে সর্ব কনিষ্ঠ মন্ত্রী। অন্যান্যদের মধ্যে ৫০ থেকে ৫৯ বছর বয়সী সদস্য ৫ জন। ৬০ থেকে ৬৯ বছর বয়সী সদস্য ১১ জন। ৭০ থেকে ৮০ বছর বয়সী সদস্য ১৫ জন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩য় মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মাতা শাহেদা মহিউদ্দিন। তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পূর্ণ করেন। এরপর শুরু করেন আইনপেশা। মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা বারের আইনজীবী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য। বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির তিনি ব্যবস্থাপনা পরিচালক।

আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও প্রয়াত চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর এ সুযোগ্য সন্তান রাজনীতিতেও রেখেছেন সমান অবদান। তিনি ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। এর আগে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

বাবার পদাঙ্ক অনুসরণ করা এ তরুণ তার রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও জনগণের ভালোবাসায় নিজের জায়গা করে নিয়েছিলেন সংসদেও। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরেরবছর ৭ জানুয়ারি তিনি বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১০ জানুয়ারি শপথ গ্রহণ করেন। একই দিন রাতে পান মন্ত্রী হওয়ার ডাকও। উপমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

আরও পড়ুন