৩০ অক্টোবর ২০২৫

‌‘সৌদি আরামকো’র সাবেক প্রধান প্রকৌশলী ফজলুল করিমের মৃত্যু

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম (১০০) আর নেই।

আজ বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মির বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘ ২৭ বছর সৌদি আরামকোতে চাকরি করেছেন। সর্বশেষ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান। তিনি সাত ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত সৈয়দ ফজলুল করিমের এক ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক ছেলে এসএম ইকবাল হোছাইন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করছেন।

সৈয়দ ফজলুল করিমের তিন ছেলে পোশাক খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদের মধ্যে একজন সৈয়দ মারুফ হোসাইন চট্টগ্রামের স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠান আফরাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। পোশাক ব্যবসায় সুনাম ‍কুড়ানো বাকি দুই ছেলে হলেন- সৈয়দ মো. মনজুর হোসেন ও শাহনেওয়াজ হোসাইন।

এছাড়া সৈয়দ ফজলুল করিমের আরেক ছেলে সৈয়দ মো. মনজুর হোসেন চট্টগ্রামের ডেল্টা শিপ ইয়ার্ড লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইদের মধ্যে সবার বড় সৈয়দ হোসেন পারিবারিক ব্যবসা দেখভাল করে আসছেন।

প্রয়াত সৈয়দ ফজলুল করিম মিরসরাই পৌরসভার ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা ও আল করিম জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিয়ে আসছিলেন।

আজ এশার নামাজের পর (৭টা ৩০ মিনিটে) মিরসরাইয়ের আল করিম জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ির আঙিনায় প্রয়াত সৈয়দ ফজলুল করিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন