চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে বৌদ্ধ শ্মশানে নির্মিত ভাবনা ঘর। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার শ্রীপুর বৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা ঘরে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬.৫০টার দিকে শ্রীপুর বৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা ঘরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনের ১টি কাঁচা ঘর পুড়ে গেছে। আমাদের একটি ইউনিট প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে ৪টি ছোট ও ১টি মাঝারি আকারের বুদ্ধমূর্তি, নগদ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপন করা সম্ভব হয়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিগত ৪ বছর যাবৎ এ মহাশ্মশানে ধর্মমিত্র ভিক্ষু ধ্যান করে আসছেন। আগামীকাল (সোমবার) তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল। এমতাবস্থায় তার সব শেষ হয়ে গেছে বলে জানান তারা।
ধর্মমিত্র ভিক্ষু বলেন, আগামীকাল (সোমবার) চিকিৎসার জন্য আমি ভারতে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে আমার পাসপোর্ট, ৫০০ ইউ এস ডলার নগদ ৬০ হাজার টাকা সমস্ত কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থল করেছেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম।













