৫ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সাতকানিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা।

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহকে ঘিরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলাটির আয়োজন করা হয়েছে। দুইদিন ব্যাপী ওই মেলায় মোট ২১টি স্টল স্থান পেয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এর শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন, সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ