২২ ডিসেম্বর ২০২৫

ডা. আহমেদ উল্লা ছালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসার মাহফিল ২৭ ফেব্রুয়ারি

ডা. আহমেদ উল্লা ছালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা প্রথমবারের মতো বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩ টায় চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া কুচিয়ামোড়ায় মাদ্রাসা প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

ডা. আহমেদ উল্লা ছালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. আবুল হাশেমের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজেন হিসেবে বয়ান করবেন চট্টগ্রামের পটিয়া জিরি মাদ্রাসার মুহাদ্দিস ড. আ ফ ম খালেদ হোসেন। এতে বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান করবেন কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু হানিফা নোমান ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের এমপি মাহফুজুর রহমান মিতা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, ডা. আহমেদ উল্লা ছালেহা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. আবুল হাশেম বলেন, ডা. আহমেদ উল্লা ছালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসাটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। মুসলিম উম্মাহর একটি দূর্যোগপূর্ণ মুহূর্তে ইসলাম তথা কোরআন সুন্নাহর বাণী ব্যাপকভাবে প্রচার-প্রসারের মাধ্যমে জাতীর সঠিক দিক নির্দেশনার লক্ষ্যে আমরা প্রথমবারের মতো বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ এতে জ্ঞানগর্ভ আলোচনা করবেন।

মাহফিলটি সাফল্যমণ্ডিত করতে দলে দলে যোগ দেয়ারও আহবান জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ