বোয়ালখালীর প্রথম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বোয়ালাখালী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারের পর নবজাতক শিশু ও মা উভয়েই সুস্থ আছেন।
সিজারিয়ান অপারেশন টিমে ছিলেন প্রখ্যাত গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. রুপশ্রী বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুল আজিম, অপারেশনে সহকারী হিসেবে ছিলেন হাসপাতালের আবাসিক মহিলা চিকিৎসক ডা. সালমা আকতার, ইনচার্জ সাগর, নার্স রেশমি দে ও মুন্নি আকতার।
উল্লেখ্য, বোয়ালখালী উপজেলায় বেসরকারি খাতে প্রথম সিজারিয়ান সেবা এটি।
				












