২৩ অক্টোবর ২০২৫

কোতোয়ালীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জলসা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর ছোরার ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম রসুল (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত মালামাল, ১টি দেশীয় এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম রসুল সানি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট বেল্লাপাড়া সিদ্দিক মেম্বারের বাড়ীর বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, ১ জানুয়ারী নগরীর কোতয়ালী থানাধীন জলসা মার্কেটের সামনে থেকে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে রিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন