রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের গণ্ডারামছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত ও জেএসএস সন্তু লারমা দলের সশস্ত্র গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে এক শিশু।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই বন্দুক যুদ্ধ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাজেক ইউনিয়নের সিয়ালদাহ লুই এলাকার মেম্বার জোপ্পুইথাং ত্রিপুরা গুলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০-৩০০ রাউন্ড গুলাগুলির শব্দ শুনা যায়।
এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে ঘরে যাওয়ার পথে রোমিও ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির সিয়ালদাহ লুই বিওপিতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবৃদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গুলাগুলির বলেন, আহত শিশুটির চিকিৎসার জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, তবে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে ইউপিডিএফ।













